শিক্ষা জ্ঞান আলোক। জ্ঞানের মহিমান্বিত আলোকে শিক্ষার্থীদের কারুকার্যময় সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়। বর্ণিল আলোয় আলোকিত শত বছরের জ্ঞানের গৌরব, মননের দিপ্তী আর সৃষ্টিমুখর তৎপরতার ঐতিহ্য ধারণ করে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় আপন মহিমায় অগ্রসরমান।
আধুনিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে সৃজনশীল চিন্তা-চেতনা ও কল্পনাশক্তির পরিস্ফুটনের মাধ্যমে। সৃজনশীল প্রকাশ ক্ষমতাকে উজ্জীবিত করে শিক্ষার্থীকে কাঙ্খিত লক্ষ্যে উপনীত করাতে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় বদ্ধ পরিকর। সে লক্ষ্যে সকল শ্রেণিতে একাডেমিক ক্যালেন্ডারের বাস্তবায়ন ও ডিজিটাল শ্রেণিকক্ষের প্রবর্তন করা হয়েছে।
বিদ্যালয়ের সকল ক্ষেত্রে অনুশীলন মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষার সকল সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে মেধা ও জ্ঞানের বিস্তার ঘটিয়ে ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় তার গৌরবকে সমুন্নত রাখতে সংকল্পবদ্ধ বলে আমি বিশ্বাস রাখি।
আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা আলোকিত মানুষ হবে এবং সত্য-সুন্দর ও কল্যাণের পথ ধরে জীবনের সফলতাকে খুঁজে নেবে সতত ও কামনা করি।
সভাপতি
ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়
Copyright © 2018 All rights Reserved
Powered by: Rapid IT