শিক্ষার্থীদের ICT দক্ষতা বৃদ্ধি এবং ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় নতুন ল্যাব 'শেখ রাসেল ডিজিটাল ল্যাব' পরিদর্শন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি জনাব আলাউর রাহমানে সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আইনুল মোস্তফা স্যারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জনাব সনজিত কুমার রায়, ম্যানেজিং কমিটির সদস্য জনাব এবাদুর রহমান মশাহিদ, সদস্য জনাব জসিম মিয়া, সদস্য জনাব নন্দদুলাল দাস, শিক্ষানুরাগী সদস্য জনাব মিজানুর রহমান এবং অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ। শিক্ষার্থীদেরকে আধুনিক মানবিক মূল্যবোধ সম্পন্ন ও প্রযুক্তি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করা হয়। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার অপরিসীম সে হিসেবে সকল শিক্ষার্থীকে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন সম্মানিত অতিথি বৃন্দ।
Copyright © 2018 All rights Reserved
Powered by: Rapid IT