১। প্রতি বছর জানুয়ারী মাসে রেগুলার ভর্তি কার্যক্রম শুরু হয়। ষষ্ঠ - নবম শ্রেণীতে (নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে )ভর্তির আগে অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে উত্তির্ণ হতে হয়। ভর্তি ফরম অনলাইন এবং বিদ্যালয় থেকে অফলাইন উভয় পদ্ধতিতে পুরণ করা যায়। নির্দিষ্ট তারিখে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের পর উত্তির্ণ ভর্তিচ্ছুদের ভর্তি কার্যক্রম শুরু হয়। ভর্তির সময় প্রশংসাপত্র সহ দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং যাবতীয় কাগজপত্র যেমন ১। জন্ম সনদের ফটোকপি ২। পিতা,মাতার NID এর ফটোকপি ৩্।মার্ক সিট ।জমা দিতে হয়। ষষ্ঠ শ্রেণী ব্যতিত অন্যান্য শ্রেণীতে ভর্তিচ্ছুরা ট্রান্সফার সার্টিফিকেট সহ আবেদন করতে হয়।
২। ছেলেদের ১। সাদা হাফ/ফুল শার্ট( সোল্ডারসহ) ২। প্যান্ট : কালো ফুল প্যান্ট কুচি ক্রস পকেট ৩। বেল্ট : কালো ৪। জুতা : সাদা কেড্স ৫। সাদা মোজা ৬। পরিচয় পত্র মেয়েদের ১। সাদা শালোয়ার ( সোল্ডারসহ) ২। কামিজ : ব্লু ৩। বেল্ট : কামিজের রঙের ৪। জুতা : সাদা কেড্স ৫। সাদা মোজা ৬। স্কার্ফ : সাদা ৭। সাদা চুলের ফিতা ৮। কালো ক্লীপ ৯। সাদা দোপাট্টা / ক্রস বেল্ট ১০। পরিচয়পত্র
Copyright © 2018 All rights Reserved
Powered by: Rapid IT